• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভালোবাসা দিবস-বসন্ত বরণে কুষ্টিয়ায় ১০ টাকার গোলাপ ৫০ টাকা!

  তরিকুল ইসলাম তরুন, কুষ্টিয়া

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৮
ভালোবাসা দিবস

ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে আগাম জমে উঠেছে ফুলের বেচাকেনা। ফুলের দোকানগুলোতে লক্ষ্য করা যায় আগের থেকে অনেকটা বেশি ভিড় করছেন ক্রেতারা। শহরজুড়েই যেন এক উৎসবের ঘনঘটা। আর এই দুই উৎসবেরই কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ফুলের দোকানগুলো।

প্রতিটি ফুলের দোকানের সামনে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীরা দরদাম করে নিজ নিজ পছন্দের ফুল কিনে নিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ নিজ মাথার মাপ মতো বাহারি ফুল দিয়ে তৈরি করা ‘ফ্লাওয়ার রিং’ পরিয়ে নিচ্ছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার থানার মোড়ে সন্ধ্যা থেকে` ভালোবাসা দিবস ও বসন্ত বরণ দিবস উপলক্ষে আগাম তরুণ-তরুণীরা ছুটে এসেছেন ফুলের দোকান গুলোতে। দোকান গুলোতে সারিবদ্ধ ভাবে বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে। তবে এসব ফুল যশোর,মেহেরপুর, ঝিনাইদহ জেলা থেকে আমদানি হয়ে কুষ্টিয়ায় আসে। তবে এবারে ভালোবাসা দিবস, বসন্ত বরণ উপলক্ষে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে লাল গোলাপ। এছাড়াও রজনীগন্ধা, গ্যাডিওলাস, জারবেরা, গাঁদা, অর্কিড, জবেরা, ভূট্টা, ইউলেস্টার ও জিপসিও বিক্রি হচ্ছে এখানে।

ভালোবাসার গোলাপ ফুল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা করে। তবে গোলাপের পাশাপাশি অন্যান্য ফুল গুলোর চাহিদা ও ক্রেতাদের আগের থেকে অনেকটা বেশি।

ফুল ব্যবসায়ীরা বলেন, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুল বেচাকেনা শুরু হয়েছে। চাহিদা অনুযায়ী ফুল পাচ্ছি না আমরা। তাছাড়া যেখান থেকে ফুল আনা হয়, সেখানেও দাম অনেক বেশি। এসব কারণে ফুলের দাম বাড়ছে। কম দামে কিনলে কম দামেই বিক্রি করি। বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করি।

ফুল কিনতে আসা কয়েকজন তরুণ তরুণীরা বলেন, ফুলের দাম অনেক চড়া ১০ টাকার গোলাপ কিনতে হচ্ছে অধিক দামে। আসলে দুটি দিবস একসাথে এজন্যই দাম একটু চড়া। তারপরও প্রিয়জনসহ পরিবারের জন্য ফুল তো নিতেই হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড