• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে হিন্দু মহাজোটের নেতারা

  মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও:

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৪
প্রতিমা ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলার ধনতলা, পাড়িয়া ও চাড়োল ইউনিয়নে সংখ্যালঘু সম্প্রদায়ের ১২ টি মন্দিরের ১৪ টি প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা মহাজোটের সভাপতি প্রভাত কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের রংপুর বিভাগীয় সভাপতি ভুবন মোহন মোহন্ত, বিভাগীয় মহাজোটের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদ নির্মলেন্দু গোস্বামী, ঠাকুরগাঁও জেলা মহাজোটের সভাপতি গৌড় হরি বর্মন, সাধারণ সম্পাদক অরুন কুমার রায়, দিনাজপুর জেলা মহাজোটের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন রায়, জেলা যুব মহাজোটের আহ্বায়ক জয় মহন্ত অলক, জেলা ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক প্রণয় কুমার সিনহা বাপ্পি।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী সাধারণ সম্পাদক সুজন ঘোষ, হরিপুর উপজেলা মহাজোটের সভাপতি চন্দ্র মোহন রায়, সিন্দুরপিন্ডি মন্দির কমিটির সভাপতি জোতিময় সিংহ, উপজেলা যুব মহাজোটের আহবায়ক জগদীশ শর্মা মগেন, সদস্য সচিব স্বপন কুমার সাহা সহ ইউনিয়ন মহাজোটের নেতৃবৃন্দ।

এ সময় হিন্দু মহাজোটের নেতারা বলেন মহাজোটের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক এর নির্দেশনায় আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে এসে আমরা যা দেখলাম সেটা আসলেই অনেক দুঃখজনক যা বলার কোন ভাষা নেই। এদেশে আমরা আর এরকম ঘটনা দেখতে চাই না। মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দুষ্কৃতিকারী সে যেই রাজনৈতিক দলের হোক না কেন প্রকৃত দোষীদের খুজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে আরো এ ধরনের ঘটনা ঘটাতে না পারে তারা।

পরে মহাজোটের নেতৃবৃন্দ বালিয়াডাঙ্গী থানার ওসির সাথে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, রোববার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া, চাড়োল ও ধনতলা ইউনিয়নের ১২টি মন্দিরে ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনায় ওই দিন বিকেলে সিন্দুরপিন্ডি হরিবাসর পরিচালনা কমিটির সভাপতি যতীন্দ্র নাথ সিংহ বাদী হয়ে একটি মামলা করেন। মঙ্গলবার সকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড