নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যানে গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শিমুলকান্দী ইউনিয়নের রাজনগর গ্রামের রাজনগর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মঈন মধ্যেপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে রকিবুল্লা (২৮) ও একই গ্রামের আবুল ফয়েজের ছেলে কেফাতুল্লাহ (২০)। এ সময় মাদক বহনকারী একটি পিকআপ ভ্যান ও ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটাল মোড় এলাকায় ভৈরব থানার ওসি মাকছুদুল আলমের নেতৃত্বে পুলিশ পিকআপটিকে থামানোর চেষ্টা করলে গাড়ির চালক দ্রুত গাড়িটি গ্রামের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এসআই উসমান গণি মোটরসাইকেলে পিকআপের পিছনে ধাওয়া করে শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামের রাজনগর উচ্চ বিদ্যালয়ের সামনে পিকআপ ভ্যানটিকে আটক করতে সক্ষম হয়।
এ সময় গাড়ি তল্লাশি করে ২৫টি ভান্ডলে ৫০ কেজি গাঁজাসহ দুইজন পাচারকারীকে গ্রেফতার ও পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেছেন, সোমবার সকাল সাড়ে আটটার দিকে রাজনগর হাইস্কুলের সামনে থেকে পিকআপ আটক করে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড