সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের বাড়িতে ঢুকে পরিবারের নারীসহ চার সদস্যকে চেতনা নাশক ছিটিয়ে অজ্ঞান করে প্রায় নগদ দেড় লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত রবিবার গভীর রাতে উপজেলার মাধাই নগর ইউনিয়নের মাদারজানি গ্রামের কৃষক আব্দুর রশিদের (৬০) বাড়িতে এ ঘটনা ঘটে।
এ দিকে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে সংজ্ঞাহীন ওই চার সদস্যদের গতকাল সোমবার সকালে উদ্ধার করে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভর্তিকৃতরা হলেন- আব্দুর রশিদ (৬০), আলমগীর হোসেন (৩২), রাশিদা খাতুন (২৮), তাসলিমা বেগম (২৮)। আর তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মনোয়ার হোসেন বলেন, বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা স্থিতিশীল।
বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
মাদারজানি গ্রামের কৃষক আব্দুর রশিদের ছেলে আলমগীর হোসেন জানান, ঘটনার রাতে তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে একদল দুর্বৃত্ত তাঁদের বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে চেতন নাশক ছিটিয়ে ঘুমিয়ে থাকা বাড়ির সকল সদস্যকে সংজ্ঞাহীন করেন। পরে দুর্বৃত্তরা কৌশলে ঘরের দরজা খুলে প্রবেশ করে।
তিনি আরও জানান, তারা ঘরে রক্ষিত ট্যাংক ভেঙে সেখানে রাখা প্রায় দেড় লাখ নগদ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরবর্তীকালে ভোর রাতে বাড়ির এক সদস্য চেতনা ফিরে পেয়ে দেখেন ঘরের দরজা খোলা ও ট্যাংক ভাঙ্গা। এ সময় তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে ফিরে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড