নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে সুমন উরফে বাদশা মিয়া (৪৭) নামে এক মাদক কারবারিকে ফেনসিডিলসহ আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় পৌর শহরের পঞ্চবটি (শামীম ভিলা) এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত সুমন জগন্নাথপুর আওয়াজ কান্দা এলাকার মৃত আনোয়ার মিয়া পুত্র। এ সময় তার কাছ থেকে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব ক্যাম্প সূত্রে জানায়, তাদের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌর শহরের পঞ্চবটি শামীম ভিলায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. সুমন মিয়া ওরফে বাদশা মিয়া যার বর্তমান ঠিকানা পঞ্চবটি (শামীম ভবনের ভাড়াটিয়া)কে আটক করা হয়। এ সময় আসামির বাসা তল্লাশি চালিয়ে ৪৩ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।
উক্ত আসামি দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড