এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালীতে এক নারী সাংবাদিককে নগ্ন করে পিটানোর হুমকি দিয়েছে উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি ও বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী নাছের আলী।
গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বোয়ালখালী পৌরসভার কার্যালয়ে দৈনিক কালের কণ্ঠের বোয়ালখালী উপজেলা প্রতিনিধি কাজী আয়েশা ফারজানাকে হুমকি দিলে তিনি বোয়ালখালী থানায় পৌর কাউন্সিলর হাজী নাছের আলীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন।
বোয়ালখালী থানার সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, বোয়ালখালীর পৌরসভার অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহের জন্য পৌর কার্যালয়ে গেলে ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর নাছের আলী দৈনিক কালের কণ্ঠের বোয়ালখালী উপজেলা প্রতিনিধি কাজী আয়েশা ফারজানাকে দেখতে পেয়ে অহেতুক গালিগালাজ করতে থাকেন।
এ সময় কাউন্সিলর বলেছেন, পৌরসভার বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করলে কাপড় চোপড় খুলে নগ্ন করে তোকে পিটাবো। হুমকির পর তাকে ফের মীমাংসার নামে কাউন্সিলরের সঙ্গে ছবি তুলতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
দৈনিক কালের কণ্ঠের বোয়ালখালী উপজেলা প্রতিনিধি কাজী আয়েশা ফারজানা বলেন, (রবিবার) দুপুরে আমি সংবাদ সংগ্রহের জন্য পৌরসভা কার্যালয়ে একটি কক্ষে যাই। আমাকে দেখে একজন চেয়ার থেকে উঠে গিয়ে আমাকে বসতে দেন। আমি পৌরসভার অনিয়ম-দুর্নীতির বিষয়ে কিছু তথ্য অনুসন্ধান শুরু করলে সেখানে থাকা কাউন্সিলর নাছের আলী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি আমাকে নগ্ন করে পিটিয়ে মারার হুমকি দেন। পৌরসভার কর্মকাণ্ডের বিষয়ে সংবাদ প্রকাশ করলে কাউন্সিলর নাছের আলী সব সাংবাদিককে এলাকাছাড়া করার হুমকি দেন বলেও অভিযোগ করেন আয়েশা ফারজানা।
কাজী আয়েশা ফারজানা বলেন, পরে মীমাংসার নামে আমাকে আরেক দফা অপমান করা হয়। আমাকে অনেকটা জোর করে পৌর মেয়রের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে পৌর মেয়র আমাকে জোর করে কাউন্সিলরের সঙ্গে ছবি তুলতে বাধ্য করেন। এ মীমাংসা আমি মানি না। পৌরসভা কার্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ চেক করলে আসল সত্য বের হবে।
বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর নাছের আলী বলেন, উনার সঙ্গে একটু বাড়াবাড়ি হয়েছে। পরে মেয়র এসে মীমাংসা করে দিয়েছেন। এটা তেমন বড় কিছু নয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজজাক বলেন, দৈনিক কালের কণ্ঠের বোয়ালখালী উপজেলা প্রতিনিধি কাজী আয়েশা ফারজানার সাধারণ ডায়েরি পেয়েছি। তদন্ত করে আমরা ব্যবস্থা নেব।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড