এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাইয়ে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষক আমজাদ হোসেনের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর নাম আব্দুল্লা আল নাঈম (৯)। সে উপজেলার ইছাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডেও উত্তর ভুঁইয়া গ্রামের আব্দুল মোতালেবের পুত্র।
গত শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ইমামপুর গ্রামের দারুস সালাম মাদরাসার হেফজ বিভাগে ওই ছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটে। এরপর ঘটনা জানাজানি হওয়ার পর নির্যাতনকারী শিক্ষক আমজাদ হোসেন পালিয়ে যান। শনিবার বিকালে জোরারগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বিবি আয়েশা বলেন, গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ করে আমার ছেলের কানে তীব্র ব্যথা অনুভব করলে বাড়িতে আসার জন্য শিক্ষকের কাছে ছুটির আবেদন করে। শিক্ষক ছুটি না দেওয়ায় পরদিন সকালে মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে আসার চেষ্টা করে। পালানোর বিষয়টি জানতে পেরে হেফজ বিভাগরে দায়িত্বে থাকা শিক্ষক আমজাদ হোসেন কয়েকজন শিক্ষার্থী পাঠিয়ে রাস্তা থেকে নাঈমকে ধরে নিয়ে যায়।
তিনি আরও বলেন, পরে মাদরাসার একটি কক্ষের ভেতরে নিয়ে বেত দিয়ে দফায় দফায় মেরে আমার ছেলেকে রক্তাক্ত করে ফেলে। এরপর ১০ ফেব্রুয়ারি মাদরাসায় গিয়ে ছেলেকে নির্যাতনের বিষয়টি দেখতে পান। পরবর্তীকালে নাঈমকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দারুস সালাম মাদরাসার অধ্যক্ষ রেজাউল করিম বলেন, হেফজ শাখার এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার বিষয়টি জেনে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিন্তু আঘাত এত গুরুতর ছিল তা বুঝতে পারিনি।
জোরারগঞ্জ থানার ওসি তদন্ত খাইরুল আলম বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। শিক্ষার্থীর বাবা আব্দুল মোতালেব থানায় অভিযোগ করেছেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড