এস এম মিজানুর রহমান মজনু, ভালুকা (ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকা উপজেলায় নাশকতা অভিযোগে বিএনপির ১৮১ জনের নামে মামলা করেছে পুলিশ।
গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভালুকা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম নিজে বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে আরও ১৭৫ জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা করেন। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে যানবাহন ভাঙচুর, নাশকতা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ মামলার আরজিতে উল্লেখ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ভালুকা টু পারুলদিয়া সড়কের পনাশাইল এলাকায় সড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালায়। এ সময় খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপির নেতাকর্মীরা তাদের কাজে বাধা দেয়।
ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল (৪০) ও মল্লিকবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য আজহার আলীকে (৪২) আটক করে। ওই ঘটনায় আটক দুইজনসহ ছয় জনের নাম উল্লেখ করে আরও ১৭৫ জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা করে পুলিশ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দৈনিক অধিকারকে জানান, নাশকতার মামলায় গ্রেফতার দুই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড