কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা)
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ফসলের খেত থেকে তোলা সরিষার গাদায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেল কৃষকের স্বপ্ন। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষকের পরিবার।
গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঘটনাটি দেবহাটা উপজেলার ইদগাহ বাজার সংলগ্ন জুইকুড়া বিলের পাশের একটি আমবাগানে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী মীর আব্দুল হান্নান বলেছেন, এদিন মধ্যরাত সাড়ে ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাহিরে এলে হঠাৎ তীব্র আগুন দেখতে পান। এ সময় আমাদের চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করি। তৎসময় সরিষার গাদা পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আলেয়া বেগম (৫০) জানান, তার স্বামী সখিপুর ইউনিয়নের কোঁড়া গ্রামের মৃত হারান সরদারের ছেলে নুর ইসলাম (খুদে) বিভিন্ন মহাজনের নিকট থেকে ৭ বিঘা জমি বর্গা নিয়ে সরিষার আবাদ করে আসছেন কয়েক বছর ধরে। বিগত ২ বছর ভালো ফলন না হওয়ায় অনেক ঋণের সাথে জড়িয়ে পড়েছেন তিনি। এ বছর নিয়মিত পরিচর্যায় ভালো ফলন হওয়ায় বিগত দিনের ঋণ পরিশোধের স্বপ্ন দেখছিল তার পরিবার। কিন্তু তার আগে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল সবকিছু।
নুর ইসলাম (খুদে) বলেছেন, আমি বিভিন্ন লোকের কাছ থেকে জমি বর্গা নিয়ে ফসল উৎপাদন করে আসছি। প্রায় ১০/১২ দিন আগে আমার চাষের কাজে ব্যবহৃত সেচ মেশিন চুরি হয়ে যায়। তার কয়েকদিনের মাথায় আমার পরিবারের কষ্টের ফসল আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এতে আমি প্রায় দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছি। আমি এই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল্লাহ বলেছেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড