নিজস্ব প্রতিবেদক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ত্রিশাল পৌরসভার ৭নং ওয়ার্ডে সাংবাদিক খায়রুল আলম রফিকের বাড়ির রাস্তার নির্মাণের কাজ করছে ত্রিশাল পৌরসভা। গত শনিবার (১১ ফেব্রুয়ারি) পরিদর্শনে আসেন ত্রিশাল পৌরসভার তিনবারের জনপ্রিয় মেয়র এ বি এম আনিছুজ্জামান আনিছ।
এ সময় মেয়র বলেন- ত্রিশাল পৌরসভায় চোখে পড়ার মতো উন্নয়ন কাজ করেছি। আমার দৃঢ় বিশ্বাস, পৌরবাসী কাজের মূল্যায়ন করবে।
ঘুষ-দুর্নীতি বন্ধে পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে মেয়র আনিছ বলেন, নানা পদক্ষেপ নিয়ে পৌরসভাকে দুর্নীতিমুক্ত করতে পেরেছি। তারপরও কেউ দুর্নীতিতে জড়ালে ক্ষমা করা হবে না।
অবৈধ দখলদারিত্ব সম্পর্কে তিনি বলেন, ত্রিশাল পৌরসভায় খাসজমি কারও দখলে নেই। খাল ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হবে।
কর আদায় প্রসঙ্গে মেয়র আনিছুজ্জামান আনিছ বলেন, পৌরবাসী নিয়মিত কর পরিশোধ করছে। উন্নয়ন কর্মকাণ্ড দেখে তারা কর প্রদানে উৎসাহী হয়েছেন।
তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, যৌন হয়রানি বন্ধে ওয়ার্ডে ওয়ার্ডে সভা, সেমিনার করে জনগণকে সচেতন করছি।
শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নেয়া উদ্যোগ প্রসঙ্গে মেয়র বলেন, শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পৌরবাসী যেন চিকিৎসা বঞ্চিত না হয়, সে জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা চলছে।
পৌরসভা নিয়ে আগামী দিনের ভাবনা সম্পর্কে জানতে চাইলে মেয়র আনিছ বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে অবহেলিত পৌরবাসীকে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপ দিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস, আমি যে কাজ করেছি তাতে পৌরবাসী সন্তুষ্ট।
এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র বিপ্লব, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা স্বপন ও আব্দুল জ্বলিল প্রমুখ।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড