• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনিয়ম অব্যবস্থাপনার বিস্তর অভিযোগ

স্টেশনে বখাটেদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রেলযাত্রী-ফুলপ্রেমী পর্যটকরা

  ইয়ার হোসেন সোহান, ঝিকরগাছা (যশোর)

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৪
স্টেশনে বখাটেদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রেলযাত্রী-ফুলপ্রেমী পর্যটকরা

যশোরের ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে অনিয়ম-অব্যবস্থাপনার বিস্তর অভিযোগের সাথে এবার নতুন করে যুক্ত হয়েছে বখাটেদের দৌরাত্ম্যে। নিত্যদিনে এসব উঠতি বয়সী ইভটিজারদের ইভটিজিংয়ের শিকার হচ্ছেন কিশোরী-তরুণীরা।

এসব ইভটিজারদের দীর্ঘ সময় প্লাটফর্মের উপর অযাচিত আড্ডা দিতে দেখা যায়। ফলে, বিব্রত হওয়ার পাশাপাশি বখাটে শ্রেণির এসব ইভটিজারদের অত্যাচারে অতিষ্ঠ রেলযাত্রী ও ফুলপ্রেমী পর্যটক। স্কুল-কলেজের শিক্ষার্থীদের একটি বড় অংশ রেলস্টেশন প্লাটফর্ম বরাবর যাতায়াত করা কালে ইভটিজিংয়ের শিকার হয়। বিভিন্ন সময়ে স্টেশন এলাকা থেকে মোবাইলসহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমন অভিযোগ প্রায়শই।

এ দিকে ফুল পর্যটকদের স্বাচ্ছন্দ্যে ও নিরাপদ ভ্রমণে জনপ্রিয় বাহন রেলগাড়িতে চেপে আসা প্রতিদিনের বিপুল সংখ্যক রেলযাত্রীর অভিযোগ ঝিকরগাছা রেলস্টেশনে পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা নেই। প্রথম ও দ্বিতীয় শ্রেণির একটি করে টয়লেট সংযুক্ত বিশ্রামাগার থাকলেও তা সর্বক্ষণ তালাবন্ধ দেখতে পাওয়া যায়। স্ট্রীট লাইটগুলো বিকল থাকায় সন্ধ্যার পর প্লাটফর্ম অন্ধকারে নিমজ্জিত থাকে। নেই নৈশ প্রহরীর ব্যবস্থা। স্টেশনের নির্দিষ্ট পরিচ্ছন্নতা কর্মীর উপর অর্পিত দায়িত্ব-কর্তব্য পালনেও উদাসীনতা দেখা যায়।

অপর দিকে রেলস্টেশনের অদূরের বিস্তর উন্মুক্ত দু’টি গাড়ি পার্কিং ও ফাঁকা চত্বরে ময়লা-আবর্জনার স্তূপের পচা দুর্গন্ধে এলাকার পরিবেশ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। উন্মুক্ত এই চত্বরে আশপাশ এলাকার বাসাবাড়ি, বেকারি, হোটেল, জবাইকৃত হাঁস-মুরগির পাশাপাশি কাঁচা বাজারের বর্জ্য, উচ্ছিষ্ট-আবর্জনায় স্টেশন এলাকার পরিবেশ ভারাক্রান্ত। এটি যেন দেখার কেউ নেই!

রেলস্টেশন এলাকা। তাই, পৌর কর্তৃপক্ষ এব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে যেন উদাসীন! এমন অভিযোগ করেন কেউ কেউ। এ দিকে মাত্র বছর দেড়েক আগে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন ঝিকরগাছা রেলস্টেশনের সৌন্দর্য হানি করতে একটি স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে। অভিযোগ উঠেছে স্টেশনের মূলভবন ও প্লাটফর্ম সংলগ্ন জায়গা ব্যক্তি নামে বরাদ্দ পেতে তদরির ও সুপারিশ করছেন স্থানীয় স্টেশনের কর্তব্যরত জনৈক কর্মকর্তা।

জানাজানি হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক নিন্দা সমালোচনা ও তোলপাড়ের মুখে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে কথিত বরাদ্দ বাতিল হয়ে যায়। কিন্তু, উল্লেখিত বিতর্কিত ও আলোচিত জায়গায় সদ্য তৈরি টিনের চালা, বাঁশ-খুঁটির তৈরি খুপরি দোকান ঘরটি অপসারণে কর্তৃপক্ষের নির্দেশনা এখনো বাস্তবায়ন না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড