• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরের টিউলিপ বাগানে মালদ্বীপের হাই কমিশনার

  আব্দুর রউফ রুবেল, গাজীপুর

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৮
গাজীপুরের টিউলিপ বাগানে মালদ্বীপের হাই কমিশনার
টিউলিপ বাগান পরিদর্শন করছেন মালদ্বীপের হাই কমিশনার সিরুজিম্যাথ সামীর (ছবি : অধিকার)

গাজীপুরের শ্রীপুরের দেলোয়ার-সেলিনা দম্পতির টিউলিপ বাগান পরিদর্শন করেছেন মালদ্বীপের হাই কমিশনার সিরুজিম্যাথ সামীর।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটায় তিনি টিউলিপ বাগানে এসে পৌঁছান। এ সময় রাষ্ট্রদূতের সাথে হাই কমিশনের থার্ড সেক্রেটারি ফাথিম্যাথ মোহাম্মেদ দিদিসহ কমিশনের প্রশাসনিক প্রটোকল অফিসার আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মৌমিতা ফ্লাওয়ার্সের মালিক ও টিউলিপ বাগানের উদ্যোক্তা দেলোয়ার হোসেন জানান, হাই কমিশনার তাদের সাথে টিউলিপ বাগান ঘুরে দেখেন। এ সময় তিনি বাগানে টিউলিপ ফুলের সাথে তার নিজের বেশকিছু স্থিরচিত্র ধারণ করেন। তিনি মালদ্বীপের হাই কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি তার সাথে থাকা সহকর্মীদের নিয়ে টিউলিপ বাগান পরিদর্শন করেন।

হাই কমিশনার সিরুজিম্যাথ সামীর (Shiruzimath Sameer) বলেন, বাংলাদেশে টিউলিপ ফোটতে দেখে তিনি বেশ খুশি হয়েছেন। টিউলিপ বাগানটি তার কাছে খুব সুন্দর লেগেছে। তিনি বাংলাদেশে টিউলিপ বাগানের সফলতা কামনা করেন। টিউলিপ ফুল বাংলাদেশের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে।

এ সময় মালদ্বীপের হাই কমিশনার মৌমিতা ফ্লাওয়ারসের কর্ণধার দেলোয়ার হোসেনের কাছে টিউলিপ ফুলের বাল্ব রোপণের সময়সীমা, ফুল ফোটার সময়, ব্যাপ্তি, আবাদের বিষয়ে তথ্য সংগ্রহ, প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা কত ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেন। আগামী বছর ফুল ফোটার শুরুর দিকে তিনি বাগান দেখতে আসবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড