সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বাবার মোটরসাইকেল থেকে নেমে স্কুলে ঢোকার জন্য রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মো. সিফাত রহমান (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের পুরাতন বগুড়া রোডের বাহির গোলায় পাঠশালা স্কুলের সামনে ঘটনাটি ঘটে।
নিহত সিফাত সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বাবা আব্দুল আল মামুনের মোটরসাইকেলযোগে পৌর এলাকার বাহির গোলায় পাঠশালা স্কুলের সামনে আসে সিফাত। বাবার মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় কাঠেরপুল থেকে শহরগামী একটি অটোরিকশা সিফাত রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিফাত নিহত হয়।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অটোরিকশাটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড