ইয়ার হোসেন সোহান, ঝিকরগাছা (খুলনা)
ফুলের রাজ্য খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিতে ফুলপ্রেমী পর্যটকের ঢল নেমেছে। পর্যটকদের বেশীরভাগ রেলযাত্রী। ফলে, খুলনা-বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনটিতে যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুলপ্রেমী দর্শনার্থী দলেদলে তরুণ-তরুণী, কিশোর-কিশোরী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ স্বজন-প্রিয়জনকে সাথে নিয়ে নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন এই ফুলের রাজ্য গদখালিতে।
এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ চার দিবসকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি-পানিসারাতে ৭০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট করেছেন ফুলচাষি ও ফুল ব্যবসায়ীরা। অন্যান্য দিবসগুলোর মধ্যে রয়েছে, ভ্যালেন্টানস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন বা বসন্ত বরণ উৎসব ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস।
এছাড়া বিভিন্ন উৎসব-পার্বণ উদযাপনের পাশাপাশি সরকারি-বেসরকারি অনুষ্ঠানে ফুলের চাহিদা মাথায় রেখে ফুলচাষি ও ফুল ব্যবসায়ীসহ মধ্যস্বত্ব ভোগীরা ফুলের বাজার ধরতে ব্যাপক প্রস্তুতি নিয়ে থাকে। এ বছর প্রাকৃতিক দুর্যোগ (ঝড়ো হাওয়া বা ভারী বৃষ্টি) না হওয়াই ফুলের কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্য করা যাচ্ছে।
ফলে, সংশ্লিষ্টরা ফুলের বেচাকেনায় দারুণ উচ্ছ্বাসিত। তারা বাণিজ্যিক সম্ভাবনাও দেখছেন সমানে। এখন ফুলের ভরা মৌসুম। তাই দূরদূরান্ত থেকে দলে-দলে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী ফুলপ্রেমী দর্শনার্থী ছুটে আসছেন ফুলের রাজ্য গদখালির-পানিসারা ‘হাড়িয়া’ ফুল মোড়ে। এখানে যেন প্রতিদিনের ফুলের মেলা বসছে। গড়ে উঠেছে সাজানো-গোছানো ফুলের একাধিক স্টল। বেচা-কেনাও জমে উঠেছে বলে জানালেন দোকানিরা।
ব্যবসায়ীরা জানালেন, প্রতিদিন এখানে লাখ টাকার ফুলের বেচাকেনা হয়। ক্ষেতের তরতাজা গ্লাডিউলাস, টিউলিপ, লিলিয়াম, নন্দিনী, রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, জিপসি, রডস্টিক, কলনডালা, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ধরনের বাহারি রঙের ফুল শোভা পাচ্ছে। গদখালি, পানিসারা, নির্বাসখোলা ও নাভারণ ইউয়িনের ফুল রাজধানী ঢাকার শাহবাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৮০ ভাগ ফুলের চাহিদা মেটানো হয়। তাই উৎসবের এই মাসে ফুলচাষি ও ফুলব্যবসায়ীদের ব্যস্ততার কোনো শেষ নেই।
এ দিকে পাইকারি বাজার ঘুরে দেখা যায়, প্রকারভেদে প্রতিপিচ গোলাপ বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা। যা মাস খানেক আগে বিক্রি হয়েছে ৫-১০ টাকা। জারবেরা ১৫-২০ টাকা। রজনীগন্ধা আট টাকা, গ্লাডিউলাস ৮-১২ টাকা বিক্রি হচ্ছে। গাঁদাফুল বিক্রি হচ্ছে প্রতি হাজার ৫-৭শ টাকা পর্যন্ত।
ফুলের এমন দাম পেয়ে বেশ খুশি ফুলচাষিরা। সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডের টিউলিপ ফুল সকলকে নজর কেড়েছে। টিউলিপ ফুলচাষি ইসমাইল হোসেন তার পাঁচশতক জমিতে বাহারি রঙ্গের এই টিউলিপ ফুলচাষ করেছেন।
তিনি জানান, জানুয়ারির শেষ সপ্তাহ থেকে তার জমিতে টিউলিপ ফুল ফুটেছে। সামনে ভালবাসা দিবসে এসব ফুল বিক্রি করা হবে।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সাবেক সভাপতি মো. আব্দুর রহিম জানান, গদখালি-পানিসারাসহ ঝিকরগাছার বিভিন্ন অঞ্চলে প্রায় ৬ হাজার ফুলচাষি রয়েছে। তারা প্রায় ১৬০০ হেক্টর জমিতে ১১ ধরণের দেশি-বিদেশি ফুল চাষ করেন। এসব ফুল উৎপাদন করে দেশের বিভিন্ন অঞ্চল রফতানি করা হচ্ছে।
তিনি আরও বলেন, সামনে চার দিবসকে ঘিরে ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ কোটি টাকা। এবার আবহাওয়া ভালো থাকায় ফুল উৎপাদন অনেক ভালো হয়েছে। সে কারণে ফুলের বাজার এখন অনেক ভালো।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড