নাসিম আজাদ, স্টাফ রিপোর্টার, নরসিংদী
বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান তথ্য প্রযুক্তি সম্পর্কে বেশি বেশি করে জানতে হবে। জ্ঞান শক্তিকে ছড়িয়ে দিতে হবে দেশ ও জাতির কল্যাণে। আওয়ামী লীগ সরকারই উন্নয়নের মাধ্যমে মানুষের পাশে থাকে। নরসিংদীর পলাশে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয় এর ১কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন চারতলা ভবনের শুভ উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন নরসিংদী-২ (পলাশ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে বর্তমান সরকার। উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকাকে বিজয়ী করতে হবে।
সোমবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে গয়েচপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম গাজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন মিয়া,পরিচালনা পরিষদের সদস্য রনি প্রধানসহ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড