রফিক, গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ৭৫ নম্বর রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি হাট লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। পথে ৭৫ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
এ সময় অটোরিকশার যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যায়। পরে আশেপাশে লোকজন তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত পরিচয় এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান। তিনি বলেন, অটোরিকশাকে চাপা দিয়ে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। নিহত অটোরিকশার যাত্রীর পরিচয় শনাক্তের পুলিশ কাজ করছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড