• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেপরোয়া গতি কেড়ে নিল মোটরসাইকেল চালকের প্রাণ 

  আব্দুর রউফ রুবেল, গাজীপুর

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৭
বেপরোয়া গতি কেড়ে নিল মোটরসাইকেল চালকের প্রাণ 
মোটরসাইকেল দুর্ঘটনা (ফাইল ছবি)

গাজীপুরের শ্রীপুরে লরির পেছনে ধাক্কা দিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের।

আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর-বরমি আঞ্চলিক সড়কের বরমি পুরাতন বাসস্ট্যান্ডের মেঘনা ফ্যাক্টরির সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল চালক সোহেল (৩০) শ্রীপুর পৌর শহরের লোহাগাছ এলাকার সিরাজ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, আজ দুপুরে শ্রীপুরগামী একটি লরির পেছনে একই গামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মোটরসাইকেল চালক সোহেল ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তিনি জানিয়েছেন, সেখানে তার অবস্থার অবনতি হলে ডিউটি ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড