• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাচারকালে গাঁজার বিরাট চালানসহ মাদক কারবারি আটক

  নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৬
পাচারকালে গাঁজার বিরাট চালানসহ মাদক কারবারি আটক
গাঁজার বিরাট চালানসহ আটককৃত মাদক কারবারি (ছবি : অধিকার)

মাদকদ্রব্য গাঁজা পাচারকালে কিশোরগঞ্জের ভৈরবে থেকে মো. হাসান (৩০) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পর সদস্যরা। গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে সাড়ে ৯৯ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার পুনিয়াউট এলাকার মৃত পিছন মিয়ার ছেলে।

র‍্যাব ক্যাম্প সূত্রে জানায়, সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহর নেতৃত্বে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মো. হাসানকে আটক করে।

এ সময় আসামির দখলে থাকা একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ৪৮টি বান্ডিল নীল রংয়ের পলিথিনের উপর খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৯৯.৫ (নিরানব্বই দশমিক পাঁচ) কেজি মাদকদ্রব্য গাঁজা ও নগদ ২,৯০০/- (দুই হাজার নয় শত) টাকা উদ্ধার করে জব্দ করা হয়। আসামি হাসান দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন।

উল্লেখ্য, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড