• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

লোকালয় থেকে উদ্ধারকৃত গন্ধগোকুল বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৮
গন্ধগোকুল

বাঁশখালীর লোকালয় থেকে উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় গন্ধগোকুল নামে একটি প্রাণী বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার ভাদালিয়ায় স্থানীয়দের কাছে বন্দি একটি বিরল প্রজাতির গন্ধগোকুল (খাটাশ) কে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওইদিন রাতে বাঁশখালী উপজেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সদস্যরা ভাদালিয়া এলাকা থেকে গন্ধগোকুলকে উদ্ধার করে বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করে দেয় বলে জানা যায়।

এ বিষয়ে জলদী বন্যপ্রাণি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, গন্ধগোকুল নামে প্রায় বিলুপ্ত প্রজাতির প্রাণিটি রাতে বাঁশখালী পৌরসভার ভাদালিয়া এলাকার লোকালয়ে দেখতে পেয়ে স্থানীয়রা প্রাণিটির ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় কয়েকজন যুবকের হাতে ধরা পরে গন্ধগোকুল নামে ওই প্রাণিটি। পরে তারা একটি খাঁচায় প্রাণীটিকে বন্দি করে রাখে। এ খবর পেয়ে প্রাণিটি উদ্ধার করে আজ শনিবার বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়।

উল্লেখ্য, বনবিভাগের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণির তালিকায় উঠে এসেছে এই প্রাণিটি। আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গন্ধগোকুলের বাস। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত। তাই এটি ধরা বা শিকার করা সম্পূর্ণ বে-আইনি। স্থানীয় ভাষায় প্রাণিটি এশীয় তাল খাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছ খাটাশ নামে পরিচিত। এরা তালের রস বা তাড়ি পান করে বলে তাড়ি বা টডি বিড়াল নামেও পরিচিত। গন্ধগোকুল বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- inbox.od[email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড