মো. মনোয়ার হোসেন রুবেল, ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ের কালামপুর বড় মসজিদ এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭টি কক্ষের সকল জিনিসপত্র পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর এলাকার বড় মসজিদের পাশে কোরবান আলীর মালিকানাধীন একটি বসতবাড়িতে এই আগুনের ঘটনাটি ঘটে।
কোরবান আলীর স্ত্রী মনোরা বেগম বলেছেন, বিকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগে। ভাড়াটিয়াদের সাতটি কক্ষ এবং কক্ষের প্রায় সবই পুড়ে গেছে। ভাড়াটিয়ারা সবাই চাকরি করাতে সবার কক্ষেই তালা দেয়া ছিল। যার কারণে কোনো কক্ষেরই কিছুই বের করতে পারি নাই। সবারই খাট, ফ্রিজ, জামাকাপড়সহ সবই পুড়ে গেছে। কিভাবে আগুন লাগলো কিছুই বুঝতে পারছি না।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, আমরা ৬টা ১২ মিনিটে আগুনের খবর পাই। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগেছে।
উল্লেখ্য, এ ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো আহত বা নিহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড