• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আন্তঃজেলা সিএনজি চোর চক্রের গডফাদার গ্রেফতার

  হামিদ রনি, নোয়াখালী

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৬
আন্তঃজেলা সিএনজি চোর চক্রের গডফাদার গ্রেফতার
গ্রেফতারকৃত আসামিরা (ছবি : অধিকার)

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা থেকে চুরি হয়ে যাওয়া অটোরিকশাসহ চোর সিন্ডিকেটের গডফাদার মো. শরীফ প্রকাশ কানা শরীফ (৪০) ও জাকের হোসেনকে (২৬) কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোররাত ৩টা ৩০ মিনিটের সময় কুমিল্লার বুড়িচং থানার ৭নং মোকাম ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সালেকিন পেট্রোল ফার্মের সামনে থেকে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।

এর আগে কুমিল্লার ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশ হতে চোর চক্রের সদস্য জাকির হোসেন ও আলেখারচর অভিযান চালিয়ে কানা শরীফকে আটক করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো. শরীফ ফেনী সদর থানার ৫নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ ইলিয়াসের ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রামের মিরসরাই, দাগনভূঞা, ফেনীসহ বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে। অন্য দিকে আসামি জাকির হোসেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি কাজী বাড়ির মৃত মোহাম্মদ মাহবুবুল্লাহ মাবুলের ছেলে। তার বিরুদ্ধে ফেনীর দাগনভূঞয়া থানায় ৩টি মামলা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সাদিকুর রহমান জানান, দীর্ঘদিন যাবত একটি চোর চক্র কোম্পানীগঞ্জ থেকে অটোরিকশা চুরি করে মানুষদের সর্বস্বান্ত করে দিচ্ছে, দীর্ঘ প্রচেষ্টার পর আমরা কুমিল্লা মডেল থানার সহায়তায় চোর চক্রের গডফাদার শরীফ ও জাকিরকে গ্রেফতার করে পুলিশি স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, অপরাধীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি সাদেকুর রহমান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড