• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরই গাছে ঢিল ছুঁড়তে নিষেধ করায় যুবককে হত্যা

  মো. রাফিকুর রহমান লালু (রাজশাহী)

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৪
বরই গাছে ঢিল ছুঁড়তে নিষেধ করায় যুবককে হত্যা
গাছে ঝুলে থাকা বরই (ফাইল ছবি)

রাজশাহীতে বরই গাছে ঢিল ছুঁড়তে নিষেধ করায় বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাত হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার সময় নগরীর চন্দ্রিমা থানাধীন ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম বিদ্যুৎ (৪৫)। সে ছোট বোনগ্রাম এলাকার মৃত শমসের আলীর পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আকাশ (১৯) নাসিম (২০) ও শুভ বিদ্যুতের বাড়ির পাশে বড়ই গাছে ঢিল ছুঁড়ছিল, এ সময় বিদ্যুৎ তাদেরকে বলে আমার মা অসুস্থ সে বিছানা গত, তোমাদের ছোড়া ঢিল আমাদের বাড়ির টিনে পড়ে বিকট শব্দ হচ্ছে।

কাজেই তোমরা বরই গাছে আর ঢিল মেরো না। এতে তারা ক্ষিপ্ত হয়ে বিদ্যুতের সাথে তর্কে জড়িয়ে পড়ে এরই এক পর্যায়ে নাসিম তার কাছে থাকা ছুরি বের করে বিদ্যুৎকে আঘাত করে। ছুরিকাঘাতে আহত বিদ্যুতের আর্ত চিৎকারে এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর এলাকাবাসীর সহায়তায় বিদ্যুৎকে রামেক হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়। বিদ্যুতের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, এ ঘটনায় চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলমান রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড