• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণা

  মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৩
ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসারের (ইউএনও) অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করেছেন কিছু প্রতারক ও অসাধু চক্র।

গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার বিপুল কুমার।

সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ইউএনও বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও আইডিতে এ বিষয়ে একটি সতর্কীকরণ পোস্ট করেছেন বিপুল কুমার।

সেই পোস্টে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁওয়ের নাম ও পদবী ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বর হতে ফোন করে ইটভাটা, শীতবস্ত্র ক্রয়ের জন্য বা অন্য দাতব্য কারণ দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে। ইউএনওর পক্ষ থেকে যে কোনো সেবা গ্রহণের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। এ কার্যালয় হতে যেসব সেবা দেওয়া হয়ে থাকে তা সিটিজেন চার্টারে রয়েছে।

পোস্টে আরও বলা হয়েছে, এ ধরনের প্রতারক ইউএনও এর নাম ও পদবী ব্যবহার করে ইমেইল, এসএমএস, ফোন, চিঠিপত্র কিংবা তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কোনো ধরনের প্রলোভনের ফাঁদে না জড়ানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি। এছাড়াও কেউ কোন ধরনের সুবিধা বা অর্থ দাবি করলে সাথে সাথে প্রতারকের ফোন নম্বর নিকটস্থ থানায় যোগাযোগের জন্য এবং প্রতারকদের পুলিশে সোপর্দ করার জন্য বলেন।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেছেন, আমরা এ ধরণের একটি খবর পেয়েছি। তাই আগেই সকলকে সতর্ক করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি। বিষয়টি ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে।

তাই সকলকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ করেন এবং টাকা চাওয়ার কোন ঘটনা জানতে পারলে তাৎক্ষণিকভাবে তাকে বা থানায় জানানোর জন্যও অনুরোধও করেন ইউএনও বিপুল কুমার।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড