• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রবাসীর বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুটে নিল ডাকাতরা

পুলিশ বলছে ভিন্ন কথা!

  নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২০
প্রবাসীর বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুটে নিল ডাকাতরা
ডাকাতদের হানায় লণ্ডভণ্ড ঘর (ফাইল ছবি)

নওগাঁর আত্রাইয়ে মালয়েশিয়া প্রবাসী স্বপনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ছয় লক্ষাধিক টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি উপজেলার জামগ্রামে গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ২টার দিকে ঘটেছে। যদিও পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায়নি বলে জানিয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলার জামগ্রামের মালয়েশিয়া প্রবাসী স্বপনের বাড়িতে তার স্ত্রী জোসনা (৩৮) ও ছেলে ইয়ারব (২২) বসবাস করেন। স্বপনের ছেলে ইয়ারব জামগ্রাম বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত বুধবার দিবাগত রাতে ইয়ারব তার ব্যবসার টাকা ও অন্যান্য টাকাসহ নগদ ৬ লক্ষাধিক টাকা বাড়িতে রাখেন। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে যান। পরে রাত প্রায় ২ টার দিকে মুখোশ পরিহিত ৫/৬ জন ডাকাত তার ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে উল্লেখিত পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে তারা চিৎকার করতে থাকলে রাতেই স্থানীয় লোকজন ওই বাড়িতে যায়। ততক্ষণে ডাকাতদল পালিয়ে যায়।

প্রবাসী স্বপনের শ্যালক মো. হাসান বলেন, ডাকাতরা ঘরে ঢুকে ছুড়ির ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন সোহাগ বলেন, আমার নিজ গ্রামে ঘটনা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানলাম তার বাড়ি থেকে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

প্রতিবেশী জাফেরুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনা সঠিক, গ্রামের সকলেই বিষয়টি জানে।

এ ব্যাপারে আত্রাই থানার (ওসি) মো. তারেকুর রহমান বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। আমাদের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড