মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর এলাকায় প্রায় ১৫ ফুট উচ্চতা একটি গাজার গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে চন্ডিপুর এলাকায় জলিলের বাসায় অভিযান চালিয়ে প্রায় ১৫ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি আরাজী চন্ডিপুর নীলার হাট এলাকার নুর হোসেন ছেলে জলিল (৩৮)।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান বলেন, আটককৃত ব্যক্তি গাঁজা চাষ করতেন এমন সংবাদের ভিত্তিতে জলিলের বাসায় অভিযান চালিয়ে গাজা গাছসহ তাকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তি গাজা ব্যবসায়ী এবং সেবনের সাথে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে আরও তথ্য জানার চেষ্টা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করা হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড