• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনারগাঁয়ে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

  নজরুল ইসলাম শুভ, স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ)

০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৭
সোনারগাঁয়ে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইমানেরকান্দী বাতেনের বাড়ি হতে মসজিদ পর্যন্ত ও নাজিপুর ব্রিজ সংলগ্ন জামানের বাড়ি হতে মুকুলের বাড়ি পর্যন্ত সোনারগাঁ উপজেলা উন্নয়ন তহবিলের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।

এ সময় উপস্থিত ছিলেন- সনমান্দী ইউনিয়ন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য এস এম আলমগীর , ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য শাহিনা আক্তার, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর। সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ ঈমানের কান্দি এলাকায় দুইটি আরসিসি ঢালাই করণ হচ্ছে। সনমান্দী ইউনিয়নে একটি রাস্তাও কাচা থাকবে না, ধারাবাহিকভাবে প্রতিটি রাস্তা পাকা করা হবে।

তিনি আরও বলেন, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা। সনমান্দী ইউনিয়নের মানুষের পাশে থাকবো এবং আজীবন সেবা করে যাব ইনশাআল্লাহ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড