মো. আবুবকর মিল্টন, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের মো. ইদ্রিস আলীর (৫৫) চার সদস্য পরিবারের প্রতিদিনের খাবার পৌরসভার বালিকা বিদ্যালয় ও বাজার রোডের সংযোগ সড়কে বিশাল ময়লা আবর্জনার স্তূপে। যখন পুরো এলাকাজুড়ে বাতাসের সাথে ঘুরে বেড়াচ্ছে ময়লার দুর্গন্ধ ঠিক তখনই প্রতিদিন স্তূপ করে রাখা এই ময়লার মধ্যে পরিবারের জীবিকা খোঁজেন মোহাম্মদ ইদ্রিস আলী (৫৫)।
প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়লা আবর্জনার মধ্যে পুরানো লোহাসহ প্লাস্টিক খুঁজ থাকেন। খুঁজে পাওয়া লোহাররড ও প্লাস্টিক প্রতিকেজি ১৫ থেকে ২০ টাকা ভাঙ্গারির দোকানে (পুরানো মালামাল ক্রয়কারী দোকান) বিক্রি করে ৮০ থেকে ১০০ টাকা উপার্জন করেন। এ টাকায় দুই সন্তানসহ চার সদস্যের নিয়ে গঠিত সংসার চালিয়ে আসছেন।
ইদ্রিস আলী বলেছেন, মোর বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে। ময়লা-টয়লা ছানতে আমার ডর নাই, সরম নাই। এহানে আছে আমার ঘরের সবাইর খাওন। পলিথিন ভরে অনেক সময় ভাত, তরকারিও হালাই দেয়, ঘরে নিয়ে ভাত ধুইয়া হের পরে সবাই খাই। আরও কতো কতো খাওন পাই, হের পর এই লোহা, বোতল, কাগজ এইয়া বেইচ্চা ৮০ থেকে ১০০ টাকা পাই, হেই টাকা দিয়া তেল পেয়াজ এগুলা কিনি।
টলটলে চোখে পানি নিয়ে আরও বলেন, সরকার বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ভিজিএফ দিলেও আমার মতো হতভাগার ভাগ্যে কোনোটাই জোডে না। চেয়ারম্যান মেম্বারদের লগে যাদের ভালো সম্পর্ক আছে হেরাই বারবার চাউল, ডাইল, তেল, টাকা পায়। হাতে ময়লার পলিথিন, মুখে ক্ষোভের কণ্ঠস্বর নিয়ে বলতে থাকেন আমি গরীব ময়লা ছানি। আমাকে চোখে দেখছে না কোনো জনপ্রতিনিধি।
বাউফল পৌরসভা পরিচ্ছন্নকর্মী সেলিম বলেন, প্রতিদিন আমরা ময়লা রাখার পরে ইদ্রিস ভাই এগুলো খুঁজে পুরানো জিনিসপত্র লইয়া যায়। দেখছি, প্রতিদিন এ ভাবে টোকায় থাকেন। তার কোনো অসুখ-বিসুঁখ হয় না। আল্লাহর কি লীলা খেলা, বড়োলোকেরা বাসি খাওন খায় না, বাসি খাওন খাইলে হেগো নাকি কলেরা হইবে। লোকটা গরীব মানুষ, বড়ো লোকের হালাইয়া দেওয়া খাওন নিয়ে খায়, হের কলেরা টলেরা কিছুই হয় না।
এ বিষয়ে নাজিরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম মহসিন বলেন, আমি মাত্র কয়েক মাস হলো নির্বাচিত হয়েছি। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড