• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীমান্তে বিজিবির উপর মাদক কারবারিদের হামলা

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি

  সাইফুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ)

০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৮
সীমান্তে বিজিবির উপর মাদক কারবারিদের হামলা

নওগাঁর ধামইরহাটে চকচন্ডি সীমান্তে বিজিবি সদস্যদের উপর আক্রমণ চালিয়েছে মাদক কারবারিরা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে বাহিনীটি। এরই মধ্যে ঘটনাস্থলটি পুলিশ ও বিজিবির উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ পরিদর্শন করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় বিজিবির বিশেষ মহড়া এখনো অব্যাহত আছে। গতকাল বুধবার বিকালে উপজেলার উমার ইউনিয়নে ঘটনাটি ঘটে।

জানা গেছে, ১ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় ১৪ বিজিবির নায়েক মিজানের নেতৃত্বে স্পেশাল টিম চকচন্ডি ক্যাম্পের এলাকার সুন্দরা ও চকমহেশ এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। এ সময় উমার ইউনিয়নের চক মহেষ গ্রামের উত্তরে মাঠে নজরুল ইসলামের সরিষা ক্ষেতের পাশে চকচন্ডি বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যগণ মাদক কারবারি সন্দেহে তিনজন মোটরসাইকেল আরোহীকে থামিয়ে চেক করাকালীন মোটরসাইকেল আরোহীরা বিজিবি সদস্যদের উপর চড়াও হয়।

এক পর্যায়ে মাদক কারবারিরা তাদের সহযোগীদের মোবাইল ফোন করলে ৫-৬টি মোটরসাইকেল নিয়ে আরও ১০-১২ জন দ্রুত ঘটনাস্থলে এসে বিজিবি সদস্যদের মারতে থাকেন এবং বিজিবি সদস্য লেন্স নায়েক হাফিজ ও সিপাহী মজিবরের সাথে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যগণ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

পরবর্তীকালে সংবাদ পেয়ে চকচন্ডি ক্যাম্প থেকে আরও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত চম্পট দেয়। বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন পিএসসি এরই মধ্যে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, মাদক কারবারিদের তথ্য পেয়ে আমাদের বিশেষ টিম সন্দেহভাজনদের তল্লাশি চালালে তারা হামলার চেষ্টা চালায়, এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ফাঁকা গুলি ছুড়ে। তবে দোষী কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড