• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

চালককে খুনের পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৫

  সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৬
চালককে খুনের পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল হক (৩৮) নামে এক চালককে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়েছে হত্যাকারীরা। নৃশংস ওই হত্যাকাণ্ডের ঘটনায় ধারালো অস্ত্র, ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেয়ায় হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন। নিহত আব্দুল হক উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।

গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত অনুমান ১১টার দিকে উপজেলার ইসলামবাগ কালী এলাকার হাজী আকরাম আলীর কাঠবাগানে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কালি এলাকার আলী হোসেনের ছেলে শাহজাহান, ডুলুরদিয়া এলাকার মুমিন মোল্লার ছেলে রাজিব, ইসলামবাগ এলাকার আহমদ বেপারীর ছেলে মাসুদ, আবুল হোসেনের ছেলে ইমন, টেংরাটেক এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মোহাম্মদ আলী।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি/তদন্ত) আতাউর রহমান জানান, প্রতিদিনই বাণিজ্য মেলায় অটোরিকশা করে বিভিন্ন এলাকায় যাত্রী আনা-নেয়া করতেন আব্দুল হক। মঙ্গলবার ছিল বাণিজ্য মেলার শেষ দিন। প্রতিদিনের মতোই ওই দিন রাত অনুমান সাড়ে ৯টার দিকে বাণিজ্য মেলা থেকে যাত্রীবেসে একদল ছিনতাইকারী আব্দুল হকের অটোরিকশায় উঠেন। এরপর ছিনতাইকারীরা ইসলামবাগ কালী কবরস্থান এলাকার হাজী আকরাম আলীর কাঠবাগানের নির্জন স্থানে নিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় চালক আব্দুল হক ছিনতাইয়ে বাঁধা দেয় এবং ছিনতাইকারীদের প্রতিরোধের চেষ্টা চালান। এক পর্যায়ে চালককে আব্দুল হকের বুকের ডান পাশে ও ডান হাতের বাহুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে আব্দুল হক মাটিতে লুটিয়ে পড়েন। পরে বুধবার ভোরে চালক আব্দুল হকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।

এ দিকে সকালে তারাবো বরপা এলাকায় ছিনতাই হওয়া অটোরিকশা বিক্রি করতে নিয়ে গেলে, সেখানকার দোকানদার এবং স্থানীয় লোকজনের সন্দেহ হলে পুলিশকে খবর দেন।

পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে বলেছেন- অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেয়ায় ও তাদের প্রতিরোধ করায় বাধ্য এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে নিহত চালক আব্দুল হকের বড় ভাই ফজর আলী বলেন, তরতাজা ভাইটাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আব্দুল হকের স্ত্রীসহ দুটি ছেলে সন্তান রয়েছে তাদের কি হবে। আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড