• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

লংগদু জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

  মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)

০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১২
লংগদু জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

রাঙ্গামাটির লংগদু উপজেলায় লংগদু সেনা জোনের উদ্যোগে শতাধিক অসহায় গরীব লোকদের মাঝে বিনামূল্যে ওষুধ ও মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।

গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লংগদু জোনের অন্তর্গত সুপারিপাতাছড়া আর্মি ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণের মাধ্যমে মেডিক্যাল ক্যাম্পটি পরিচালনা করা হয়।

উক্ত মেডিক্যাল ক্যাম্পটি লে. কর্নেল হিমেল মিয়া, পিএসসি, জোন কমান্ডার, লংগদু জোনের বলিষ্ঠ দিক নির্দেশনায়, অত্র জোনে কর্মরত রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজলের নেতৃত্বে অত্যন্ত সফলতার সহিত পরিচালিত হয়।

এ ক্যাম্পেইনে সুপারিপাতাছড়া এলাকার প্রায় শতাধিক চিকিৎসা বঞ্চিত, দুস্থ ও অসহায় বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা প্রদান করা হয়।

উল্লেখ্য, উক্ত মেডিক্যাল ক্যাম্পে ব্লাড প্রেসার এবং ডায়াবেটিস টেস্ট করানো ছাড়াও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এই মেডিক্যাল ক্যাম্পটি চলাকালীন সময়ে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. আসফিকুর রহমান, ক্যাম্প কমান্ডার সুপারিপাতাছড়া আর্মি ক্যাম্প।

এ সময় স্থানীয় ভুক্তভোগীরা লংগদু জোন কর্তৃক এই বিনামূল্যে চিকিৎসা সহায়তার ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডার, লংগদু জোন এর প্রতি শ্রদ্ধাচিত্তে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুপারিপাতাছড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আসফিকুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এভাবেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এ অঞ্চলের সাধারণ মানুষের মাঝে প্রতিনিয়ত আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও নিরলসভাবে এ রকম সেবামূলক কাজ করে যাবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড