• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

জামায়াতের ৪৪ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা

  মো. মাহাবুবুর রহমান রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ)

০২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪১
জামায়াতের ৪৪ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় জামায়াতের ৪৪ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

গত মঙ্গলবার মামলা দায়ের হওয়ার পর গ্রেফতারকৃত আসামিদের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। সাটুরিয়া থানার এসআই কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।

মামলা সূত্রে জানা গেছে, সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নামক এলাকায় জামায়াতের ঢাকা উত্তরের দায়িত্বপ্রাপ্ত আমির মো. দেলোয়ার হোসেনের বাড়িতে মঙ্গলবার ভোরে নেতাকর্মীরা গোপন বৈঠকে বসে।বৈঠকে সাটুরিয়ার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করেন ও গুরুত্বপূর্ণ স্থানে হামলা করার পরিকল্পনা করেন।

এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এবং সেখান থেকে দরগ্রাম ইউনিয়ন জামায়াতের রোকন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন (৪৪) ও জামায়াতের কর্মী মো. আজাহারুল ইসলাম (৩৫) গ্রেফতার করেন।

অভিযানে তাদের কাছ থেকে ৬টি ককটেল উদ্ধারসহ নিষিদ্ধ জিহাদি কিছু বই ও চাঁদা তোলার বই উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের তথ্য অনুযায়ী- দরগ্রাম ইউনিয়নের ঢাকা উত্তরের দায়িত্বপ্রাপ্ত আমির মো. দেলোয়ার হোসাইন, দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ইদ্রিস আলী, উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ আবুল হোসেন, মো. আবু সাইদ, আব্দুল মালেক, আন্নিছ, মো. মোনছের আলী, সারাফাত, রুবেল মিয়া, মো. নাজির উদ্দিন, আব্দুল রহিম, ইমাম বছির উদ্দিন, চান মিয়া, হানিফ আলী, মিজানুর রহমান, মো. আলতাফ হোসেন, কামরুজ্জামানসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়।

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, মো. দেলোয়ার হোসাইনের বাড়ি সাটুরিয়ার দরগ্রাম গাছবাড়ি। তার বাসায় বসে প্রতিদিন তারা গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করতেন। বাকি আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড