মো. মাহাবুবুর রহমান রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ)
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাটুরিয়া-দরগ্রাম আঞ্চলিক সড়কটির সংস্কারের কাজ দীর্ঘ দিন ধরে বন্ধ থাকার ফলে যানবাহন এবং জনসাধারণের চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। ঠিকাদার প্রতিষ্ঠানটি রাস্তার কাজ বন্ধ রেখে চলে যাওয়ায় এমন জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
সড়ক দিয়ে যখন যানবাহন চলাচল করে তখন ধুলাবালিতে কুয়াশার মতো পুরো সড়ক ঢেকে যায়। যার ফলে পথচারীদের যাতায়াত করার সময় নাক ও মুখের ভিততে ধুলাবালিতে ভরে যায়। এর ফলে মানুষের নানা রকম রোগের সম্মুখীন হতে হচ্ছে।
মোটরসাইকেল চালক সাইদুল্লা গনি মিঠু ও রানা বলেন, আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি। কিন্তু গাড়িঘোড়া যখন রাস্তা দিয়ে যায় তখন ধুলাবালির কারণে কিছু চোখে দেখা যায় না। এই সড়ক দিয়ে বাড়িতে আসার পর নিজের চেহারা নিজে ধুলাবালির কারণে চিনতে পারি না। আমরা এই সড়কের কাজের সমাপ্তি চাই আর ধুলাবালির হাত থেকে মুক্তি চাই।
স্থানীয় বাসিন্দা রানা, শরীফ, জুয়েলসহ বেশ কয়েকজন বলেন, আমাদের যে কোনো কাজে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। এছাড়াও রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্যও এ রাস্তা ব্যবহার করে সাটুরিয়া যেতে হয়। গত কয়েক মাস রাস্তার কাজ বন্ধ থাকার ফলে রাস্তার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে অসুস্থ মানুষদের নিয়ে যাওয়াও অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
ধুলাবালির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে চাইলে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মনিরুজ্জামান বলেন, ধুলাবালি মানব দেহের জন্য খুবই বিপদজনক। মানুষের নাক ও মুখের ভিতের ধুলাবালি প্রবেশ করলে ফুসফুস জনিত সমস্যা দেখা দিতে পারে।
সাটুরিয়া উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, মানিকগঞ্জের হোসাইন কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২১-২২ অর্থবছরের ২০২১ জুলাই কাজ শুরু করে। সাটুরিয়া থেকে দরগ্রাম পর্যন্ত ৫ দশমিক ৮৫ কিলোমিটার সড়কের আরসিসি ও কার্পেটিং কাজের জন্য সড়কটির সংস্করণের ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ২০ লাখ টাকা। যা চলতি বছরের এপ্রিল মাসে কাজটি শেষ হওয়ার কথা।
সাটুরিয়া উপজেলা প্রকৌশলী নাজমুল করিম বলেন, যথা সময়ে সড়কের কাজ শেষ করার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পূর্ণ করতে পারেনি, তবে চলতি বছরের এপ্রিল মাসে কাজটি শেষ হওয়ার কথা রয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড