আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে ফসলি জমির টপসয়েল কাটার দায়ে মো. জানে আলম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জানে আলম মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় আবদুস সবুরের ছেলে।
গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় অভিযানটি পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, ফসলি জমির উপরিভাগের মাটি কাটার গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম মঙ্গলবার চারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় ফসলি জমির টপ সয়েল কাটার দায়ে জানে আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানান, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদী জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ করেন।
অভিযানে সহযোগিতা করেন- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও গ্রাম পুলিশের সদস্যগণ।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড