• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নানীকে খুনের দায়ে নাতীর যাবজ্জীবন

  সোহেল রানা, সিরাজগঞ্জ

৩১ জানুয়ারি ২০২৩, ১৬:৫৫
নানীকে খুনের দায়ে নাতীর যাবজ্জীবন
গ্রেফতারকৃত আসামি (ছবি : অধিকার)

সিরাজগঞ্জে নানীকে কুপিয়ে হত্যার দায়ে নাতী সিয়াম শেখ (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়ার রফিকুল ইসলাম শেখের ছেলে সিয়াম শেখ (২৩)।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াছ করনী লকেট এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সিয়াম তার নানীর বাড়িতে যায়। সেখানে যাওয়ার পর নানী ওয়াজেদা খাতুনের সাথে সিয়ামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিয়াম তার নানীকে কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে বৃদ্ধার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আসামী সিয়ামকে আটক করেন। মামলার তদন্ত চলাকালীন সময়ে সিয়াম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আসামির নামে আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সিয়ামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন বিচারক।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড