আব্দুর রউফ রুবেল, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে কৃষক শাজাহান সরকারের গোয়াল ঘর থেকে চার লাখ টাকা মূল্যের পাঁচটি গরু চুরি হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতের কোনো এক সময় শ্রীপুর পৌরসভার উজিলাব এলাকার কৃষকের নিজ বাড়ি থেকে গরুগুলো চুরি হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করে।
চুরি হওয়া গরুর মধ্যে একটি লাল রঙের সিংদী গাভী, একটি লাল রঙের সিংদী বকনা বাছুর, একটি কালো রঙের দেশি ক্রস গাভী, একটি সাদা রঙের দেশি গর্ভবতী বকনা এবং একটি ন্যারা লাল রঙের ষাঁড় গরু ছিল। চুরি হওয়া গরুর মূল্য প্রায় চার লাখ টাকা বলে দাবি করেছেন কৃষক শাজাহান সরকার।
কৃষক শাজাহান সরকার বলেন, গতকাল রাত ১০টার দিকে গোয়াল ঘরে গরু দেখে আমরা ঘুমাতে যাই। পরে রাত ২টার দিকে বুরো ক্ষেতে পানি দেওয়ার জন্য মটর ছাড়তে ঘুম থেকে উঠি। এ সময় গোয়াল ঘরে উঁকি দিয়ে তিনি ৫টি গরু দেখি। পানি ছেড়ে আমি আবারও ঘুমিয়ে পড়ি। সকাল পৌনে ৬টার দিকে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করতে গেলে আমি গরু দেখতে না পেয়ে ডাক চিৎকার শুরু করি। এ সময় আমার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে গরু চুরি হয়েছে বলে জানতে পারে।
তিনি আরও বলেন, গরুগুলোই আমার শেষ সম্বল ছিল। ৫টি গরুর সবকটি চুরি যাওয়ায় এখন আমি নিঃস্ব হয়ে গেছি। এবং আমার জীবিকার পথ বন্ধ হয়ে গেছে।
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষক গরু চুরির ঘটনায় অভিযোগ দিয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং চুরি যাওয়া গরুগুলো উদ্ধারসহ চোরদের ধরার চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি শ্রীপুর পৌরসভার (৪নং ওয়ার্ড) ভাংনাহাটী (মোল্লাপাড়া) গ্রামের কৃষক হেলাল উদ্দিন মোল্লার ৯টি দুধেল গাভী চুরির ঘটনা ঘটে। চারটি গরুর ৪০ কেজি দুধ দিয়ে তিনি পারিবারিকভাবে জীবিকা নির্বাহ করতেন। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ছিল ১২ লাখ টাকা। প্রায়ই উপজেলার কোনো না কোনো এলাকায় কৃষকের গরু চুরি যাওয়া তাদের মধ্যে গরু চুরি আতঙ্ক দেখা দিয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড