• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গরু চোরদের বাধা দেওয়ায় মায়ের মৃত্যু, সন্তান আহত

  সোহেল রানা, সিরাজগঞ্জ

৩১ জানুয়ারি ২০২৩, ১৬:৪০
গরু চোরদের বাধা দেওয়ায় মায়ের মৃত্যু, সন্তান আহত
উদ্ধারকৃত মরদেহ (ফাইল ছবি)

সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চুরির সময় চোরদের বাধা দেওয়ায় ঘটনায় মা নিহত, ছেলে আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার পঞ্চ সারোটিয়া গ্রামের আমির চানের বাড়িতে থাকা গুরুর খামারে গরু চুরির সময় ঘটনাটি ঘটে।

ঘটনার পর চোরদের চুরির কাজে ব্যবহৃত মসিমন গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে সকালে পুলিশ তা জব্দ করে।

নিহত সেলিনা বেগম সদর উপজেলার পঞ্চসারোটিয়া গ্রামের আমির চানের স্ত্রী। আর আহত হয়েছেন তার ছোট ছেলে জুবায়ের।

নিহতের স্বজন সাইফুল ইসলাম রিপন জানান, রাতে কে বা কাহারা নসিমন ফুডফুডি গাড়ি নিয়ে গরুর খামারে চুরি করতে আসে। এ সময় নিহতের ছেলে বুঝতে পেড়ে খামারে গেলে তাকে বেধরক মারধর করে। এ সময় তা মা বাধা দিলে তাকে হত্যা করে পালিয়ে যায়। এ সময় তার ছেলে ও বাবার চিৎকারে আশেপাশের লোকজন জর হয়। পরে চুরির সময় তাদের চুরির কাজে ব্যবহৃত নসিমন ফুডফুডিটি রেখে তারা পালিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে আনছে। বিস্তারিত ঘটনা কি ঘটছে তার খোজ নেওয়া হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড