• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাক ও টেলিযোগাযোগ পদক পেলেন উখিয়ার জিহান চৌধুরী 

  এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার)

৩১ জানুয়ারি ২০২৩, ১৬:২৬
ডাক ও টেলিযোগাযোগ পদক পেলেন উখিয়ার জিহান চৌধুরী 

উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানে অবদান রাখায় কক্সবাজারের উখিয়ার আইএসপি প্রতিষ্ঠান মেসার্স এস. জে এন্টারপ্রাইজকে ডাক ও টেলিযোগাযোগ পদক-২০২৩ এ ভূষিত করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

গত শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এ আর জিহান চৌধুরী।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত তরুণ প্রযুক্তি উদ্যোক্তা জিহান বলেন, এ এক অনন্য প্রাপ্তি, যে কোনো স্বীকৃতি এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। সকলের দোয়া কামনা করছি যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র কর্মী হিসাবে কাজ করে যেতে পারি।

উল্লেখ্য, উখিয়া সদরের ফলিয়াপাড়া গ্রামের বাসিন্দা উখিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী ও উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবং উখিয়া উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ছেনুয়ারা বেগমের পুত্র এ. আর জিহান চৌধুরী। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কক্সবাজার জেলার সদস্য সচিব এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় কার্যকরী সদস্য।

প্রসঙ্গত, ডিজিটাল বাংলাদেশ গঠনে অবদান রাখায় মোট ১৮ ব্যক্তি ও সংগঠনকে এ পুরষ্কার দেওয়া হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড