• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রেল লাইনে ফাটল, লাল কাপর উড়িয়ে ট্রেন থামাল স্থানীয়রা

  সোহেল রানা, সিরাজগঞ্জ

৩১ জানুয়ারি ২০২৩, ১৬:১২
রেল লাইনে ফাটল, লাল কাপর উড়িয়ে ট্রেন থামাল স্থানীয়রা

সিরাজগঞ্জের কামারখন্দে মাত্র ২৫ দিনের ব্যবধানে আবারও রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এ সময় ফাটল দেখে ভয়ে লাল কাপড় উড়িয়ে ট্রেন থামায় স্থানীয়রা।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ছাগলা পাগলা ব্রিজের পাশে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মালবাহী ট্রেন কাপড় উড়িয়ে থামানো হয়েছিলো। পরে ট্রেন চালক ফাটলটি দেখে ট্রেনটি ধীরগতিতে ফাটলের স্থানটি পার করেন।

স্থানীয়দের দাবি, দ্রুত ফাটলের অংশ মেরামত না করলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে।

কামারখন্দ স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, রেল লাইনে যে ফাটল দেখা দিছে তাতে ট্রেন চলাচলের কোনো সমস্যা হচ্ছে না। ট্রেন তার নিয়মিত গতিতেই পার হচ্ছে। এমন সমস্যা প্রায়শই হয়ে থাকে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে এটি মেরামতের দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি উপজেলার ঝাঐল ইউনিয়নের চালা এলাকায় এমন ফাটল দেখা দিলে এলাকাবাসী লাল কাপর উড়িয়ে ট্রেন থামিয়ে দেয় স্থানীয়রা। এরপর পিডব্লিউ এর লোকজন এটা ঠিক করে লাইন ক্লিয়ার করে দেয়, তখনো গাড়িটি এক ঘণ্টা দাড়িয়ে ছিল।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড