• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাইকে খুনের ঘটনায় বোনসহ বেয়াই গ্রেফতার, দুলাভাই পলাতক

  কাজী শাহরিয়ার রুবেল, আমতলী (বরগুনা)

৩১ জানুয়ারি ২০২৩, ১৪:২৬
ভাইকে খুনের ঘটনায় বোনসহ বেয়াই গ্রেফতার, দুলাভাই পলাতক
গ্রেফতারকৃত আসামি (ফাইল ছবি)

বরগুনার আমতলীতে জহিরুল ইসলাম নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আপন বোন নুরনেহার (৪৬) ও বেয়াই জলিলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার রাতে বোন নুরনেহারকে উপজেলার গুলিশাখালী গ্রামের বাপের বাড়ি থেকে এবং বেয়াই জলিলকে রাঙ্গাবালি উপজেলার চালিতাবুনিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে। আদালতের বিজ্ঞ বিচারক মো. আরিফুল ইসলামের কাছে ক্লুলেস খুনের বিষয়ে জবানবন্দি প্রদান শেষে তাদের বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ওই খুনের ঘটনার সাথে জড়িত থাকায় আপন বোনসহ দুইজনকে গ্রেফতার করে আদালতে জবানবন্দি প্রদানের জন্য প্রেরণ করা হয়েছে। প্রধান আসামি নিহত জহিরুল ইসলামের ভগ্নীপতি সামসুকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড