• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চারশ বছর ধরে ভঙ্গুর পথে মসজিদটিতে যাচ্ছেন মুসল্লিরা

  মো. হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা)

৩১ জানুয়ারি ২০২৩, ১৪:০৭
চারশ বছর ধরে ভঙ্গুর পথে মসজিদটিতে যাচ্ছেন মুসল্লিরা
ঐতিহ্যবাহী দিশাবন্দ নবীশুর মসজিদ ও এর পার্শ্ববর্তী ভঙ্গুর পথ (ছবি : অধিকার)

ঐতিহ্যবাহী দিশাবন্দ নবীশুর মসজিদের চলাচল রাস্তার বেহালদশা মানুষের ভোগান্তি। মসজিদটি ১০১১ হিজরিতে প্রতিষ্ঠিত হয়। প্রায় চারশত বছর পার হলেও মসজিদের এক কিলোমিটার রাস্তা আজও পাকাকরণ হয়নি।

গত কয়েক বছর আগে ইটের সলিং করা হলেও এখন বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বাইপাস রাস্তা মূল সড়ক থেকে এক কিলোমিটার রাস্তা মানুষ পায়ে হেঁটে মসজিদে যেতে হয়। এ মসজিদে প্রতি শুক্রবার বিভিন্ন জেলা উপজেলা থেকে জুমার নামাজে কয়েক হাজার মুসল্লির সমাগম হয়।

মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিগন ইউপি চেয়ারম্যান স্থানীয় নেতৃবৃন্দর কাছে অনেক বার ধর্না দেওয়ার পরও রাস্তাটি আজও পাকাকরণ হয়নি।

স্থানীয়রা জানান, এ মসজিদের রাস্তাটি পাকাকরণ করা একান্তই জরুরি। বর্ষা মৌসুমে বৃষ্টি হলে এ রাস্তা দিয়ে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। মসজিদের সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী মসজিদ হিসবে সব সময় দুর দুরন্ত থেকে মানুষ আসে। রাস্তার বেহালদশা হয়াতে মানুষ এক কিলোমিটার দুরে গাড়ি রেখে পায়ে হেটে আসতে হয়।

রাস্তার পার্শ্বে কয়েকটি পুকুর থাকার কারণে প্রতি বছর রাস্তা ভেঙ্গে পুকুরের গর্ভে চলে যায়। তাই স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসীর জোর দাবি- রাস্তাটি অতিদ্রুত পাকাকরণ কাজ যেন শুরু হয়।

বিশিষ্ট সমাজ সেবক ও মসজিদ কমিটি উপদেষ্টা মো. আবু তাহের কোম্পানি বলেন, নবীশুর মসজিদ একটি ঐতিহ্যবাহী মসজিদ এখানে অনেক দূর-দূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসেন। অত্র এলাকায় সুপরিচিত সুন্দর একটি মসজিদ মাত্র এক কিলোমিটার রাস্তার খারাপ থাকায় মানুষ হেঁটে আসতে হয়। আমি রাস্তাটি পাকাকরণে স্থানীয় প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করছি।

মসজিদের ক্যাশিয়ার মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, প্রতিদিন মসজিদটিতে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ত করে নামাজ পড়তে আসেন। রাস্তাটি খারাপ থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হয়।

তিনি আরও বলেন, মসজিদের পার্শ্বে বিশাল একটি কবরস্থান রয়েছে, এলাকার গরীব অসহায় মানুষ যদের ব্যক্তিগত কবরস্থান নেই। এরা মারা গেলে কমিটির অনুমতি নিয়ে এখানে কবরস্থ করা হয়। রাস্তাটি পাকাকরণ করা একান্তই জরুরি।

ইউপি চেয়ারম্যান মো. আল আমিন ভূঁইয়া কাছে জানতে চাইলে তিনি জানান, রাস্তাটি পাকাকরণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড