মিজানুর রহমান মিজান, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলর্খালী চৌকিদার পাড়া এলাকার গহীন পাহাড় থেকে অপহরণ করে নিয়ে যাওয়া দুইজনকে উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। দৈনিক অধিকারকে তিনি জানান, আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার সময় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলর্খালী চৌকিদার পাড়া এলাকার রহমত উল্লাহ (২৫), পিতা- নুরুল আমিন ও আব্দুল হাফিজ (২০), পিতা- আলী আকবর গহীন পাহাড়ে জ্বালানী কাঠ সংগ্রহ করতে গেলে ওৎ পেতে থাকা অস্ত্রধারী মুখোশপরা অপহরনকারী কতৃ়ক অপহৃত হয়।
তিনি আরও জানান, এরপর পুলিশ সংবাদ পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষণিক বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে জরুরি ভিত্তিতে গহীন পাহাড়ে স্থানীয় মেম্বার, কমিউনিটি পুলিশের সদস্য, চৌকিদারসহ লোকজনকে সাথে নিয়ে কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে। ঘটনার এক পর্যায়ে অস্ত্রধারী অপহরনকারীরা ভীত হয়ে অপহৃতদের রেখে দ্রুত গহীন অরন্যের মাঝে আত্মগোপন করে। জেলা পুলিশের সদস্যগন অপহৃত দুজনকে হাত বাঁধা অবস্থায় দ্রুত উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। পরবর্তীকালে অপহৃতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রুদ্ধশ্বাস এই অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন- কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, পিপিএম- বার।
উল্লেখ্য, অপহৃতদের মানসিক অবস্থার উন্নতির পর তাদের জিজ্ঞাসাবাদ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িত অপহরনকারীদের খোঁজে পাহাড়ে ব্যাপক অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড