হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেল স্টেশনে লাইনের পাশে প্রতি মৌসুম কৃষকদের চারার হাট বসে। এখানে কৃষকদের মৌসুমি ফসলের সকল প্রকার চারা ও বীজ ক্রয়-বিক্রয় করে। বর্তমানে হাটটি কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
কৃষকের পুলির হাটে স্বল্পমূল্যে মিলবে পেঁয়াজের পুলি, পানের বরজের পুলি, নানা সবজির চারা, বেগুনের চারা, আমন ধানের চারা। প্রতিদিন বিকাল ৩টায় এই পুলির হাটটি বসে। এই শীতে চরাঞ্চলের কৃষকের অনেক রোপা আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। তারা বীজ ও চারা নিতে ছুটে আসছেন এই হাটে।
কৃষক রমজান আলী জানান, তিনি ৫ বিঘা জমির ধানের চারা তৈরি করে ছিল কিন্তু তিন বিঘা জমিতে ধান রোপণ করেছে। দুই বিঘা জমির ধানের অতিরিক্ত চারা বিক্রি করতে নিয়ে হাটে এসেছে। এই চারার হাটে যারা ক্রেতা-বিক্রেতা সকলেই কৃষক। কেউ এসেছে অতিরিক্ত চারা বিক্রি করতে। আবার কেউ এসেছে কিনতে। এখানে আসা কৃষকরা সকলে ক্ষুদ্র কৃষক ও প্রান্তিক বর্গাচাষি।
তিনি জানিয়েছেন, যখন যে ফসলের মৌসুম শুরু হয় তখন সেই মৌসুমের চারা পাওয়া যায়। কৃষকদের মাঝে স্বল্পমূল্যের এই চারা বা পুলিরহাট আলোড়ন সৃষ্টি করেছে কৃষকের মাঝে। স্বল্পমূল্যে চারা ও বীজ ক্রয় করতে পেরে কৃষকরা তা রোপণ করতে পারছে।
কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ জানান, সরকার যদি এখানে কৃষকের জন্য একটি নির্ধারিত হাট প্রতিষ্ঠা করে তাহলে খুব ভাল হবে। কৃষকদের কোনো মধ্য স্বত্বভোগীর ফাঁদে পড়তে হবে না। প্রতি মৌসুমে অধ্যুষিত অঞ্চলের কৃষকেরা কৃষি বীজ ও চারা ক্রয় বিক্রয় করতে পারবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড