মো. আবুবকর মিল্টন, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, আলাউদ্দিন মৃধা নামে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন তার প্রতিবেশী সেলিম মৃধা (৫৫) ও ফিরোজ (৩০) নামে দুই ব্যক্তি। এতে একই পরিবারের আরও ছয়জনকে পিটিয়ে আহত করা হয়।
গতকাল রবিবার দুপুর ১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, ডাল খেতে গরু প্রবেশ করে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে সেলিম মৃধা ও ফিরোজ আলাউদ্দিনের উপর চড়াও হন সকলে। এ সময় দলবল নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেন আলাউদ্দিনকে। এ সময় আলাউদ্দিনের ছেলে তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে ছাড়িয়ে নিলেও দ্বিতীয় দফায় সেলিম, ফিরোজ ও রিয়াজের নেতৃত্বে ৮/১০ একটি দল পুনরায় আলাউদ্দিনের পরিবারের উপর হামলা চালায়। এতে আহত হন আলাউদ্দিনের মেয়ে নাজিয়া, ভাই আনোয়ার, আন্তেসা, ডালিমও সালমা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে বাউফল থানায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযুক্ত রিয়াজ মৃধার মোবাইল নাম্বারে ফোন করে সাংবাদিক পরিচয় দেয়ার পর তিনি কলটি কেটে দেন। এর পর একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড