সাগর মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ জাকারিয়াকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ জাকারিয়া উপজেলার উত্তর গোবিন্দপুর এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
গতকাল রবিবার (২৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার উপ পরিদর্শক সুশান্ত চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পার্শ্ববর্তী নান্দাইল থানার বাকচান্দা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ জাকারিয়াকে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। আদালতের রায় উপেক্ষা করে দীর্ঘদিন সে পালিয়ে থাকে৷ তাকে গ্রেফতার করতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে গতকাল রাতে উপ পরিদর্শক সুশান্ত চন্দ্র সরকার ও তার ফোর্সদের অভিযানে রাত ৯টা ১৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান টিটু জানান, মাদক মামলায় এক বছরের কারাদণ্ড প্রাপ্ত হওয়ার পরও সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড