সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে অভিমান ও পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে দুই গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (২৯ জানুয়ারি) সকালে সদর উপজেলার চক শিয়ালকোল ও এর আগের দিন শনিবার (২৮ জানুয়ারি) রাতে একই উপজেলার বহুলী ইউনিয়নের চর পদুমপাল এলাকায় ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলা শহরের হোসেনপুর মহল্লার তারেকের স্ত্রী ও চক শিয়ালকোল গ্রামের সামিদুল ইসলামের মেয়ে সাদিয়া (১৯) এবং সদর উপজেলার বহুলী ইউনিয়নের চর পদুমপাল গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী তারা ভানু (৪০)।
সিরাজগঞ্জ সদর থানার উপ পরিদর্শক রেজাউল ইসলাম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকালে পারিবারিক কলহের জেরে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সাদিয়া। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাদিয়াকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে বহুলীর চর পদুমপাল গ্রামে শনিবার গভীর রাতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তারা ভানু (৪০)। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড