• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রেলওয়ে স্টেশন ঘেঁষে অবৈধ দোকান-ঘর নির্মাণ

যাত্রীসহ স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ

  ইয়ার হোসেন সোহান, ঝিকরগাছা (যশোর)

২৯ জানুয়ারি ২০২৩, ১৬:১৬
রেলওয়ে স্টেশন ঘেঁষে অবৈধ দোকান-ঘর নির্মাণ

যশোরের ঝিকরগাছা রেলওয়ে স্টেশনের ভবন ঘেঁষে দোকান-ঘর নির্মাণ করা হচ্ছে। উল্লেখিত স্থানে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে স্টেশনটির সৌন্দর্য নষ্ট হচ্ছে। ফলে রেলওয়ের যাত্রীসহ স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

যাত্রী ও স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, হাসিনা বেগম নামে একজন ব্যবসায়ী কয়েকজন শ্রমিক দিয়ে উল্লেখিত স্থানে দোকান-ঘর নির্মাণ করছেন। বেশ কয়েক বছর ধরে হাসিনা বেগম স্টেশন গেটের সামনে একটি টিনসেডের পাকা ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। হাসিনা বেগম রেলওয়ের কাছ থেকে ডিসিআর নিয়ে উল্লেখিত স্থানে দোকান তৈরির কাজ করছে বলে তার ছেলে সাগর হোসেন জানিয়েছেন।

এ ব্যাপারে ঝিকরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার নিগার সুলতানার মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, রেলওয়ের ভূমি শাখা থেকে কাগজ (ডিসিআর) নিয়ে হাসিনা বেগম দোকান ঘর বানাচ্ছে। ফলে তার কিছুই করার নেই।

জানতে চাইলে যশোরের রেল কাছারির সার্ভেয়ার/আমিন মো. আব্দুল মতিন জানান, ডিসিআরের ব্যাপারে তার কিছু জানানেই।

যদিও ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে বেশ কয়েক একর জমি থাকতে স্টেশনের সৌন্দর্য নষ্ট করে উল্লেখিত স্থানে দোকান নির্মাণ ও রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক ডিসিআর দেয়ার বিষয়টি খুবই দুঃখজনক বলে রেলযাত্রী আব্দুর রহিম, আলমগীর হোসেন, তবিবর রহমানসহ স্টেশনে থাকা বেশ কয়েকজন জানিয়েছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড