এমদাদুল হক লালন, বকশীগঞ্জ (জামালপুর)
জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শামীম মিয়া (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার দুপুর ১২ টার দিকে বকশীগঞ্জ-লাউচাপড়া সড়কের গাজীর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম মিয়া পর্শ্ববর্তী ইসলামপুর উপজেলার গোঁয়ালেরচর ইউনিয়ন মালমারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাউচাপরা থেকে মোটরসাইকেল যোগে বকশীগঞ্জ বাজারে আসতে ছিল শামীম মিয়া। এ সময় গাজীর বাজার এলাকায় একটি ভ্যানগাড়ীকে সাইড দিতে গিয়ে গাছের সাথে সংর্ঘষে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যায় ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম দৈনিক অধিকারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড