• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশের সহায়তায় পরিবারে ফিরল মানসিক ভারসাম্যহীন তরুণী

  সাগর মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ)

২৯ জানুয়ারি ২০২৩, ১৩:৫৯
মানসিক ভারসাম্যহীন

কিশোরগঞ্জের হোসেনপুরে পুলিশের সহায়তায় জুতি (১৫) নামের এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ফিরে পেল তার পরিবার।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে তাকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে হোসেনপুর থানা পুলিশ। সে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিধিয়ারচর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও পাঁচবাগ ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় জুতি নামের মানসিক ভারসাম্যহীর তরুণী হোসেনপুর উপজেলা পরিষদের আশেপাশে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিল। এ ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান ও তার ফোর্সের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

পরে নাম পরিচয় জিজ্ঞাসা করা হলে ভারসাম্যহীন এ তরুণী বারবার ভুল নাম পরিচয় দিতে থাকেন৷ পরবর্তীতে পুলিশ ছবি ও প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করে। মাত্র তিন ঘন্টার প্রচেষ্টায় অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ও অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান টিটু উপস্থিত থেকে রাত ১২.৩৫ মিনিটে মেয়েটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করে।

এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান টিটু জানান, মেয়েটিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করে সঠিক পরিচয় পাওয়া যায়নি। পরে তার ছবিসহ বিভিন্ন তথ্যের সমন্বয় করে তার পরিচয় জানা যায়। পরবর্তীতে,পরিবারের সাথে যোগাযোগ করে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড