মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তির পর কয়েক ঘণ্টার ব্যবধানে হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসার অবহেলার দুজন রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তাদের স্বজনরা। রোগীদের এমন মৃত্যুতে মুহূর্তেই ভারি হয়ে উঠে হাসপাতালের পরিবেশ। তবে কর্তৃপক্ষের দাবি- দুজন রোগীকেই সময় মতো সেবা প্রদান করা হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার পাল্টাপাড়া এলাকার মৃত সুরেন্দ্রনাথ শীলের ছেলে গুলটেন শীল (৫৬) ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধুলঝারি গ্রামের সুরেশ চন্দ্রের স্ত্রী নীলশরী রানী (৬৫)।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে গুলটেন চন্দ্র শীল নামে পঞ্চাশোর্ধ এক রোগীকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান স্বজনরা। ভর্তির সাত ঘণ্টা পর তিনি মারা যায়। অন্য দিকে নীলশরী নামে ষাটোর্ধ এক নারী শ্বাসকষ্ট নিয়ে বিকেলে ভর্তি হলে চার ঘণ্টার ব্যবধানে তিনিও মারা যান। কয়েক ঘণ্টার ব্যবধানে দু'জন রোগী মারা যাওয়ায় চিকিৎসার অবহেলার অভিযোগ তুলেন স্বজনরা।
রোগী মারা যাওয়ার ঘটনা তদন্তে হাসপাতালে ছুটে আসেন পুলিশ সদস্যরা। পরিবারের সদস্যের হঠাৎ মৃত্যু যেন কোনভাবে মানতে পারছেন না তারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অবহেলা নয় স্বাভাবিক মৃত্যু হয়েছে।
রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, হাসপাতালে দরিদ্ররা আসেন চিকিৎসা নিতে অথচ চিকিৎসা না পেয়ে মারা যায়। যা কষ্টদায়ক এ বিষয়ে খতিয়ে ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ সরকারি সেবা পাবে না।
জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আলিউল জানান, কোনো গাফিলতি বা অবহেলা ছিল না। মৃত্যু হয়েছে স্বাভাবিক।
এ বিষয়ে হাসপাতালের তত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জানান, লিখিত অভিযোগ পেলে অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড