এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চৌধুরীর হাট ও চরণদ্বীপ এলাকায় ফুটপাত দখল করে সড়কের পাশে কাঠ, ইট, বালুর ব্যবসা পরিচালনা করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার দায়ে এক লাখ ২২ হাজার জরিমানা করেছেন মোবাইল কোর্ট।
গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে বোয়ালখালী উপজেলার চৌধুরীর হাট ও চরণদ্বীপ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।
এ সময় তিনি চৌধুরীর হাট এলাকার নুরুল আলমকে (৪৫) দুই হাজার টাকা, আবদুর রহিমকে (৫০) দুই হাজার টাকা, মো. ওয়াসিমকে (৩৫) তিন হাজার টাকা, হাসান তারেককে (২৯) দুই হাজার টাকা, আবুল মনসুরকে (৪৫) ১০ হাজার টাকা, চরণদ্বীপ এলাকার এনামুল হককে (৩৮) চার হাজার টাকা, হাজী আহমদ নবীকে (৬০) ১০ হাজার টাকা, মো. আয়ু্ব খানকে (৩৮) পাঁচ হাজার এবং মো. জয়নাল আবেদীন সুমনকে (৩৫) ৮০ হাজার টাকা টাকাসহ এক লাখ ২২ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন বলেন, ফুটপাত দখল করে সড়কের পাশে কাঠ, ইট, বালুর ব্যবসা পরিচালনা করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার বিভিন্ন আইনে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত রাখা হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড